Logo
Logo
×

সারাদেশ

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৬

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ পিএম

ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা, আহত ৬

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির প্রতিবাদ মিছিলে ককটেল হামলা হয়েছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, আওয়ামী লীগের লিফলেট বিলি কর্মসূচির প্রতিবাদে ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। মিছিলটি ফুলবাড়ী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ে ফেরার পথে ছোট যমুনা নদীর সেতুর পূর্ব প্রান্তে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মিছিলে পাঁটি ককটেল নিক্ষেপ করে। এতে দুটি ককটেল বিস্ফোরিত হয়ে বিএনপির ছয়জন নেতাকর্মী আহত হন। 

আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে ফুলবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ককটেল হামলার প্রতিবাদে রাতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে ককটেল নিক্ষেপ করেছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, তিনটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম