Logo
Logo
×

সারাদেশ

‘কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি, আ.লীগ নেতারা মোটাতাজা হয়েছে’

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

‘কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি, আ.লীগ নেতারা মোটাতাজা হয়েছে’

‘উন্নয়নের স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ কৃষকদের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছিল; কিন্তু তারা কৃষকের কথা মনে রাখেনি। গায়েগতরে খেটে কৃষকের ভাগ্য উন্নয়ন হয়নি। মোটাতাজা হয়েছে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা। উৎপাদিত ধান, পাট, সবজির ন্যায্য দাম পায়নি। ২০ টাকার সার ৩০ টাকায় বিক্রি করেছে। সার পেট্রলের দাম বাড়িয়ে উৎপাদন খরচ দ্বিগুণ করেছে। কৃষকের ভোটে এমপি মন্ত্রী হয়ে নেতারা মিথ্যা মামলা দিয়ে আমাদের বাড়িতে ঘুমোতে দেয়নি। পাকা ধান না কেটে পুলিশের ভয়ে বাগানে বাগানে রাত কাটিয়েছি।’

কথাগুলো বলছিলেন যশোর সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের কমলাপুর গ্রামের কৃষক মহাসিন আলম।

মঙ্গলবার বিকালে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের সর্দার বাগডাঙ্গা মাঠে সমাবেশে যোগ দেন মহাসিন আলমের মতো হাজারও কৃষক।

চুড়ামনকাটি ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সমাবেশকে ঘিরে সমাবেশ স্থলে ঢল নামে হাজারও কৃষক-কৃষাণী জনতার। কেউ গ্রামের মেঠো পথ দিয়ে সুসজ্জিত গরুর গাড়ি চড়ে, কেউবা জমির আইল বেয়ে লাঙল, জোয়াল, মাথাল, কাঁচি নিয়ে যোগ দেন সমাবেশে।

সমাবেশে বেশ কয়েকজন কৃষকের অনুভূতি ও প্রস্তাবনা শুনে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, দেশে একমাত্র সরকারই হলো বিএনপি, যারা কৃষকদের নিয়ে ভাবে। কৃষকদের তাদের উৎপাদিত পণ্য ন্যায্য দামের অভাবে ফেলে দেওয়া লাগবে না! বিএনপি ক্ষমতায় এলে জাতীয় বাজেটের ৮ শতাংশ কৃষি খাতে বরাদ্দ দেওয়া হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পরিকল্পনা। বিএনপি ক্ষমতায় এলে কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনা নেয়া হবে; যাতে সারা বছরই কৃষকদের মুখে হাসি থাকে। ফসলের ন্যায্যমূল্য বিক্রয়ের জন্য প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খোলা হবে। কৃষকের পাকা ধান ফেলে পালিয়ে বেড়াতে হবে না।

তিনি বলেন, পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিল না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই-তৃতীয়াংশ খেটেখাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। পুলিশ ও আদালতে টাকা খরচ করতে করতে নিঃস্ব হতে হয়েছে। সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতের জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানানো হয়।

চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষক দলে আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব সিকদার সালাউদ্দিন।

এ সময়  উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, সদর উপজেলা সাধারণ আঞ্জারুল হক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম