Logo
Logo
×

সারাদেশ

পূবাইলে রজতজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Icon

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

পূবাইলে রজতজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

পূবাইলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনার পাশাপাশি দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন পূবাইল শাখার স্বজনরা।

গত ২৯ জানুয়ারি বিকালে নগরীর পূবাইল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালে পূবাইল উচ্চ বিদ্যালয়  থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান।

সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষার্থীদের যুগান্তর স্বজনের পক্ষ থেকে ক্রেস্ট এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সনদ ও এক হাজার টাকা করে দেওয়া হয়।

বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠান শেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন যুগান্তর স্বজনরা। পরিবার নিয়ে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত জনপ্রিয় শিল্পীদের গান উপভোগ করেন তারা।

সাংস্কৃতিক সন্ধ্যা নিয়ে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও যুগান্তর স্বজনের পূবাইল শাখার সভাপতি সাহেদ সরকার রাকিব বলেন, ‘পথচলার ২৫ বছর পর আজ ছাব্বিশে পা দিল দৈনিক যুগান্তর। দিনটি উদযাপন ও শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ বিনোদনের জন্য আমাদের এই আয়োজন। এতে করে সাবেকদের যেমন একটা মিলনমেলা হয় তেমনি নতুন শিক্ষার্থীরাও উৎসাহিত হয়।’

স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সামাজিক কাজগুলোর এটি একটি অংশ। যুগান্তরের রজতজয়ন্তীতে স্বজন সমাবেশ পূবাইল শাখা শিক্ষার্থী ও স্থানীয় সবাইকে নিয়ে চেষ্টা করেছে ভিন্নভাবে দিনটি উদযাপন করতে।’

বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আকতার মুনমুন বলেন, ‘এমন আয়োজন আমাদের স্কুল লাইফের সেরা সোনালি মুহূর্ত। এতো সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই যুগান্তরের সব স্বজনকে।’

এ সময় উপস্থিত ছিলেন পূবাইল স্বজনের প্রধান উপদেষ্টা গাজীপুর মহানগর প্রতিনিধি আখতার হোসেন, উপদেষ্টা মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মিয়া, পূবাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর  হোসেন প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম