বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের রজতজয়ন্তী পালন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম
বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় আনন্দঘন পরিবেশে বরগুনা পৌরসভা অডিটোরিয়ামে দৈনিক যুগান্তর পত্রিকার এ রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা হাফেজ মো. মাছুম বিল্লাহ। পরে বিভিন্ন আলোচনার মাধ্যমে দোয়া মিলাদ ও অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।
দৈনিক যুগান্তরের বরগুনা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল।
এ সময়ে তিনি তার বক্তব্যে বলেন, দৈনিক যুগান্তর শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। বিশেষ করে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুগান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি অনন্য পত্রিকায় যারা কাজ করেছেন সবাইকে যুগান্তরকে অনুসরণ করতে বলেছেন এবং যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম, বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এজেডএম সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, জেলা প্রিন্ট মিডিয়ার সাধারণ ও বন্দর ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম টিটু, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মো. রফিক ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি অধ্যাপক আ. রবসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রফিকুল ইসলাম, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. জাহিদুল করিম বাবুসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।