Logo
Logo
×

সারাদেশ

বোরহানউদ্দিনে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

Icon

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫১ পিএম

বোরহানউদ্দিনে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত

ভোলার বোরহানউদ্দিনে ‘নতুন পানিতে সফর এবার’ এ স্লোগানকে সামনে রেখে দেশের প্রথমসারির জাতীয় দৈনিক যুগান্তরের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী পালিত হয়েছে।

এ উপলক্ষে বোরহানউদ্দিন প্রেস ক্লাবে মঙ্গলবার বিকাল ৫টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

যুগান্তরের দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য সংগ্রামী পথচলা নিয়ে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক খবরপত্রর প্রকাশক ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দৈনিক খবরপত্রর প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা ও দৈনিক খবরপত্রর সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ।

যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব নীল রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের আহ্বায়ক বিল্টু চন্দ্র দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুগান্তরের বর্ণাঢ্য ও সংগ্রামী পথচলা নিয়ে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, ওসি সিদ্দিকুর রহমান, সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সরোয়ার আলম খান, প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক আমারদেশ প্রতিনিধি ফয়সাল উদ্দিন, শাহাবাজপুর প্রেস ক্লাবের সভাপতি মো মনির হোসেন, হিরন্ময় বিশেষ প্রতিনিধি ইউছুপ হোসেন অনিক, খবরপত্র প্রতিনিধি সোহেল মাহমুদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম আকাশ, কালবেলা প্রতিনিধি এইচএ শরীফ, দৈনিক কলমের কণ্ঠ প্রতিনিধি মো. নূরনবী, আমাদের মাতৃভূমি প্রতিনিধি রিয়াজ ফরাজীসহ উপজেলা ছাত্রদল সম্পাদক তানজিল হাওলাদার, সমাজসেবক শামীম খান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম