গাজীপুরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে স্বজনের বিজয় উল্লাস
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম
পূবাইলে স্কুলশিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনে বিজয় উল্লাস করল স্বজন।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে পূবাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উদযাপন করে তারা।
সকালে বিদ্যালয়ে আলোচনা সভা শেষে স্বজনের আয়োজনে ছিল চড়ুইভাতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া এবং বিজয় দিবস নিয়ে কুইজ প্রতিযোগিতা।
শুরুতে চড়ুইভাতির জন্য বাজার করেন বিদ্যালয়ের ছাত্ররা। পরে ছাত্রী-শিক্ষকরা মিলে বিদ্যালয় প্রাঙ্গণে এসব রান্না করেন সকলের জন্য।
এর মধ্যে দিনভর চলতে থাকে বাকি অনুষ্ঠান। ক্রীড়ায় ছিল ক্রিকেট, গোলক নিক্ষেপ, বিষের তোরা, মোরগ লড়াই, বেলুন ফুটানো, হাঁড়ি ভাঙা এবং বিশেষ আয়োজনে ছিল হাঁসি প্রতিযোগিতা।
এমন আয়োজন বিজয় দিবসে আনে আনন্দের ভিন্ন মাত্রা ও শিক্ষার্থীরা মেতে উঠে উল্লাসে।
এ বিষয়ে স্বজনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমরা দেশ, জাতি ও সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। জাতীয় দিবসগুলো পালন করছি এরই একটি অংশ আজকের আয়োজন। এখানে আমরা শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি বিনোদনের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য সম্পর্কে মেসেজ দিচ্ছি।যাতে তারা সহজে দিবসগুলো সম্পর্কে জানতে পারে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন,১৯৭১ যুদ্ধে যারা শহিদ হয়েছে যাদের আত্মত্যাগে আমরা বিজয় অর্জন করেছি মহান আল্লাহ তাদের যেন জান্নাতবাসী করেন। আর আজকের এইদিনে অনেক সুন্দর একটি আয়োজন যুগান্তর স্বজন আমাদের উপহার দিয়েছে। সামনের দিনগুলোতে তাদের জন্য রইলো শুভকামনা।
এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি মো. আখতার হোসেন,পূবাইল প্রতিনিধি এম এ সালাম শান্ত, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গাফফার, নিউজ ২৪ এর সাংবাদিক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শামিম মৃধা ও পূবাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার এবং বিদ্যালয়ের উপস্থিত সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ অতিথিদের মাঝে উপহার তুলে দেন স্বজন সদস্যরা।
আয়োজন উপস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন স্বজনের সাংগঠনিক সম্পাদক সাহেদ সরকার রাকিব।
উপস্থিত ছিলেন- স্বজন সভাপতি মামুন মিয়া, সহ-সভাপতি নারায়ণ দাস, প্রচার সম্পাদক ফেরদৌস মিয়া, স্বজন সদস্য আদনান আখতার রাফি, কামরুল ইসলাম, ওসমান, লিয়ন, ফারদিন, মাফি প্রমুখ।