Logo
Logo
×

সারাদেশ

ড্রাগন গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

Icon

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭ পিএম

ড্রাগন গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

মহেশপুরে পূর্বশত্রুতার জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের প্রায় ২ হাজার ড্রাগন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। সোমবার রাতে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর বেলতলা মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী মালাধরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

এ ঘটনায় আজমপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মজিবর রহমান ও তার তিন ছেলে অনু, আলামিন ও ইয়াছিন আলীর নাম উল্লেখ করে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী।

স্থানীয় কৃষকরা জানান, ইদ্রিস আলী তিন বছর আগে ওই মাঠের ২০ শতক জমিতে ড্রাগন ফলের বাগান করেছিলেন। কিছু দিন আগে বাগান থেকে ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি। আগামীতে আরও বেশি ফল বিক্রি করতে পারতেন; কিন্তু রাতের কোনো এক সময় প্রতিপক্ষরা বাগানে ডুকে সব ড্রাগন গাছ কেটে সাবাড় করে দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিস আলী বলেন, আজমপুর গ্রামের মজিবর ও তার পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে রাতে তারা আমার বাগানে ডুকে সব ড্রাগন গাছ কেটে দিয়েছে। এর আগে গত বছরের ১৫ নভেম্বর এক বিঘা জমির ড্রাগন গাছ তারা কেটে দিয়েছিল প্রতিপক্ষরা।

অভিযুক্ত আলামিন যুগান্তরকে বলেন, ইদ্রিস আলীর সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এর আগে ইদ্রিস আলী আমাদের জমির ফসল নষ্ট করেছে। তবে তার জমির ড্রাগন গাছ কাটার ব্যাপারে আমরা কিছু জানি না। অভিযোগে আমার বাবাকে আসামি করা হয়েছে কিন্তু আমার বাবার বয়স ৭৫ বছর। তিনি রাতে ভালোভাবে চলাচলও করতে পারেন না।

মহেশপুর থানার এসআই তরিকুল ইসলাম জানান, এ ব্যাপারে চারজনের নামে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম