Logo
Logo
×

সারাদেশ

প্রেমের জেরে হামলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

Icon

চৌদ্দগ্রাম দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

প্রেমের জেরে হামলায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে মেয়েপক্ষের স্বজনদের হামলায় মো. আতিকুল ইসলাম (১৭) নামে আহত এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরে মঙ্গলবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি হিলাল উদ্দিন আহম্মেদ।

নিহত আতিক পৌরসভার সোনাকাটিয়া আদর্শ গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। তিনি চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আতিকের সহপাঠী মো. সজিবের সঙ্গে একই এলাকার সৌদি আরব প্রবাসীর মেয়ের প্রেমের সূত্র ধরে গত বছরের ১৩ অক্টোবর পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় অপহরণের অভিযোগ এনে থানায় সজিবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে মেয়ের মা। এরপর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়।

এ ঘটনায় দীর্ঘদিন যাবত এলাকায় ক্ষোভ বিরাজ করে আসছে। এর জের ধরে সোমবার রাতে মেয়েটির বাবার নেতৃত্বে ৫-৬ জনের একটি গ্রুপ আতিককে সোনাকাটিয়া এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে কুমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানেও তার অবস্থা অবনতির দিকে গেলে রাতেই তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করলে সেখানে সিট না পেয়ে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। আতিকের মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে মেয়ের বাড়ি-ঘরে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী মোতায়েন করা হয়।

আতিকের বাবা আবদুল মান্নান মিয়া বলেন, আমাদের গ্রামের একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে মেরে বাবার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে।  আমি এর বিচার চাই।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, পূর্ব বিরোধের জের ধরে সোমবার রাতে আতিক নামে এক স্কুলছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যায়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি যৌথবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা অভিযুক্তদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম