গহনা বন্ধক রেখে ঘুস দিলেন সুইপার দম্পতি, এএসআই ক্লোজড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদকের অভিযানে গিয়ে সুইপার দম্পতির কানের দুল বন্ধকের ৩৮ হাজার টাকা ঘুস নেওয়ার অভিযোগে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনকে ক্লোজ করা হয়েছে।
সোমবার রাতে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক তাকে ক্লোজ করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।
জানা যায়, শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা (শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ সংলগ্ন) গ্রামের মনির হোসেন ওরফে মৈন্নার ছেলে আরিফ হোসেনের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে- এমন সংবাদে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর থানার এএসআই জাকির হোসেন ও দুই কনস্টেবল সাদা পোশাকে অভিযান চালান। পরে তাদের আটকের ভয় দেখিয়ে প্রথমে তিন লাখ টাকা দাবি করেন। পরবর্তীতে ওই সুইপার দম্পতি কানের দুল বিক্রি করে এএসআইকে ৩৮ হাজার টাকা ঘুস দিলে তাদের বাড়িতে রেখে চলে আসে পুলিশ।
আরিফের স্ত্রী স্বপ্না বলেন, আমাদের বাড়িতে পাউডার ছাড়া কিছুই পায়নি। তারপরও ৩ লাখ টাকা চাইছে। আমরা গহনা বন্ধক রেখে ৩৮ হাজার টাকা দিয়েছি।
অভিযুক্ত শ্রীপুর থানার এএসআই জাকির হোসেন বলেন, মাদক বিক্রি হচ্ছে- এমন অভিযোগে আরিফের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তবে টাকা নেওয়ার কথা এড়িয়ে যান তিনি।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ঘটনা অবগত হয়ে ইতোমধ্যে ওই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করার পর অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।