Logo
Logo
×

সারাদেশ

জুলাই বিপ্লবের সময় সংবাদ প্রকাশে যুগান্তর ছিল আপসহীন

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২ পিএম

জুলাই বিপ্লবের সময় সংবাদ প্রকাশে যুগান্তর ছিল আপসহীন

দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় দৈনিক যুগান্তর পাঠক সংগঠন স্বজন সমাবেশ এ আলোচনা সভার আয়োজন করে।

যুগান্তরের রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেছেন, বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক গোলাম সারোয়ারের হাত ধরে যমুনা গ্রুপের সার্বিক সহযোগিতায় ‘সত্যের সন্ধানে নির্ভীক’ স্লোগান নিয়ে ২০০০ সালের ১ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তর যাত্রা শুরু করে। শুরু থেকে যুগান্তর সাধারণ মানুষের সংবাদ চাহিদা পূরণ করে আসছে। গত ২৫ বছরে যুগান্তর পরিবার এ দেশের আস্থার জায়গা পূরণ করেছে। ২০২৪ সালের জুলাই বিপ্লবের সংবাদ প্রকাশে যুগান্তর ছিল আপসহীন।

ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে স্বজন সমাবেশ ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বাংলাদেশ জামায়েতে ইসলামী ঝালকাঠির আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসমাঈল মুসাফিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম