Logo
Logo
×

সারাদেশ

মেডিকেলে চান্স পাওয়া সেই মেঘলার দায়িত্ব নিলেন পাবনার ডিসি

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

মেডিকেলে চান্স পাওয়া সেই মেঘলার দায়িত্ব নিলেন পাবনার ডিসি

দৈনিক যুগান্তরে খবর প্রকাশের পর মেডিকেল কলেজে চান্স পাওয়া পাবনার সেই দরিদ্র দিনমজুরের মেয়ে মেঘলার (১৯) পড়ালেখার দায়িত্ব নিয়েছেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক তার কার্যালয়ে মেঘলা ও তার বাবা-মাকে ডেকে এই সহযোগিতার ঘোষণা দেন। এ সময় জেলা প্রশাসক দরিদ্র মেধাবী শিক্ষার্থী মেঘলাকে নগদ ২০ হাজার টাকার চেক প্রদান করেন এবং পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তাকে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদানের কথা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন- পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মৌগ্রামের দিনমজুর কৃষক হাসমত মির্জা ও গৃহকর্মী মোছা. চায়না খাতুনের একমাত্র মেয়ে মেঘলা খাতুন। চরম দারিদ্রতা অভাব অনটনের মধ্যে দিয়ে মেঘলার বেড়ে উঠা। 

সন্তানকে ভালো জামাকাপড়, বই খাতা কলম দূরে থাকুক দিন মজুর বাবা ও মা ঠিকমত দুবেলা খাওয়ার যোগান দিতেই হিমশিম খান দরিদ্র বাবা মা । তারপরও অন্যের বই খাতা ও শিক্ষকদের সহযোগিতা নিয়ে মেঘলা মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তার এই সাফল্যে আনন্দিত আত্মীয়স্বজন ও এলাকাবাসী; কিন্তু হাসি নেই মেঘলা ও তার বাবা মায়ের। ভর্তির টাকাসহ পড়ালেখার খরচের চিন্তায় দিশেহারা হয়ে পড়েন মেঘলা এবং তার বাবা-মা। গত ৩০ জানুয়ারি দৈনিক যুগান্তরের অনলাইনে মেঘলাকে নিয়ে একটি মানবিক রিপোর্ট হয়। 

বিষয়টি পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুর ইসলামের মাধ্যমে বিষয়টি জেলা প্রশাসকের গোচরে আসে।এ বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন,সহযোগিতা বা পৃষ্ঠপোষকতার অভাবে আমাদের সমাজের অনেক মেধাসম্পন্ন ছেলে মেয়ের মেধার বিকাশ হয়না। অনেকেই পড়ালেখা থেকে ঝড়ে পড়ে। এসব বিষয়ে প্রশাসনের নজরে আসলে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে সাধ্যানুযায়ী সহায়তা দেয়া হয়; কিন্ত সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। এক্ষত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম