Logo
Logo
×

সারাদেশ

জামালপুরে আ.লীগ নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীদের একপক্ষের আদালত বর্জন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

জামালপুরে আ.লীগ নেতার জামিন নামঞ্জুর, আইনজীবীদের একপক্ষের আদালত বর্জন

জামালপুরে গ্রেফতারকৃত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার দুপুরে জামিন শুনানির পর সদর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনার দিন জামালপুর জেনারেল হাসপাতালের সামনে আসামি ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা বাদীর মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেয়। বাদীর সঙ্গে থাকা ব্যক্তির কাছ থেকে নগদ ৩৮ হাজার টাকা ও গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনতাই করে। এসব অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।

জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, আমরা যথারীতি আইন মেনে আমাদের বারের সভাপতির জামিনের আবেদন করি। আদালত আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। আমরা এ আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে জামিনের জন্য মিস কেস দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আনিসুজ্জামান গামা বলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ আকাশের জামিন শুনানির সময় আমরা রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করি। আদালত উভয়পক্ষের শুনানির পর তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা আদালত বর্জন করেন। তারা জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে মিস করবেন বলেও শুনেছি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় শহরের দেওয়ানপাড়া এলাকা থেকে অ্যাডভোকেট মো. আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করে জামালপুর সদর থানার পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম