Logo
Logo
×

সারাদেশ

সব সময় নিপীড়িতদের পাশে রয়েছে যুগান্তর

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

সব সময় নিপীড়িতদের পাশে রয়েছে যুগান্তর

সব সময় নিপীড়িতদের পাশেই রয়েছে যুগান্তর। অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে। গত বছরের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুগান্তরের অনন্য ভূমিকা এর বাস্তব উদাহরণ। বাংলাদেশের অনেক নামি-দামি পত্রিকা ফ্যাসিস্ট হাসিনা সরকারের দালালে পরিণত হয়েছিল। যুগান্তর ছিল এর ব্যতিক্রম। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের মন জয় করেছে পত্রিকাটি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে আরও এগিয়ে যাক যুগান্তর।

যুগান্তরের রজতজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা শেষে আলোচনা সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।

স্বজন সমাবেশ ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি এ অনুষ্ঠানের আয়োজন করে।

যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসেন, নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কেএম সবুজ প্রমুখ।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. ওবায়দুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ সালাম, নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম পলাশ, নলছিটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধাসহ প্রেস ক্লাব ও স্বজন সমাবেশের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে যুগান্তরের সমৃদ্ধি ও এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো . বাহাউদ্দিন।

নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শিক্ষক মিলন কান্তি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম