Logo
Logo
×

সারাদেশ

এনামুল হত্যার বিচার দাবি পরিবারের

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

এনামুল হত্যার বিচার দাবি পরিবারের

প্রবাসী এনামুল হক হত্যার বিচার দাবি করেছেন তার বোন পারভীন আক্তার। তার অভিযোগ- দোষীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে ও হুমকি দিচ্ছেন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পারভীন আক্তার এ দাবি করেন।

 সংবাদ সম্মেলনে পারভীন জানান, এনামুল প্রায় ১৭ বছর বিদেশে থাকার পর ছয় মাস আগে দেশে ফেরেন।  ১৩ জানুয়ারি সকালে তিনি কৃষিকাজের প্রয়োজনে পারভিনের স্বামীর বাড়ি ধলিসুতায় আসেন এবং কাজ শেষে বাড়ি তিলশুনিয়ার উদ্দেশে রওনা দেন। পথে চাঁদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু লোকজনকে স্বাস্থ্য কেন্দ্রে দৌড়ে প্রবেশ করতে দেখেন। এ সময় এনামুল কৌতূহলবশত সামনে এগিয়ে যান এবং ঘটনাটি ভিডিও করেন। তা দেখে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় তারা এনামুলকে মারধর করে তার মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। 

তিনি জানান, আহত অবস্থায় এনামুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলে ১৫ জানুয়ারি বিকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে আবারও  হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ওই দিন রাত ১১টার দিকে মৃত্যু হয় এনামুলের।  

হামলাকারীরা হলেন- চাঁদপুর গ্রামের সোলাইমানের ছেলে তারেক, তিলশুনিয়ার আব্দুল আজিজের ছেলে রবিন, ভাকোয়াদির আজিজুলের ছেলে রিপন, একই গ্রামের বকুল, কোটবাজালিয়ার সামসুদ্দিন খানের ছেলে মো. সিফাতুল্লাহ ও বড়পুশিয়ার মনির হোসেনের ছেলে সাকিব। 

পারভীন অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও অভিযুক্তরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে উল্টো ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম