Logo
Logo
×

সারাদেশ

কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ পিএম

কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় কলাপাড়া প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুগান্তর কলাপাড়া প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা অমল মুখার্জির সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন  সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সিনিয়র সাংবাদিক এইচএম আকবর।

বক্তব্য রাখেন- সাংবাদিক চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, এসকে রঞ্জন, মাওলানা আসাদুজ্জামান, জসীম পারভেজ, মোয়াজ্জেম হোসেন, ফরিদ উদ্দিন বিপু, উন্নয়ন কর্মী সাইফুল্লাহ মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক রাসেল মোল্লা, ইমন আল আহসান প্রমুখ। 

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাশিক্ষক মাওলানা ফোরকানুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম