Logo
Logo
×

সারাদেশ

শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গলাচিপায় যুগান্তরের রজতজয়ন্তী পালন

Icon

গলাচিপা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গলাচিপায় যুগান্তরের রজতজয়ন্তী পালন

‘নতুন পানিতে সফর এবার’ এ স্লোগানকে সামনে রেখে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পটুয়াখালীর গলাচিপায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে পৌরসভার জৈনপুরী খানকায় হাফিজিয়া মাদ্রাসায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক ও সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদক ও মফস্বল সম্পাদকসহ পত্রিকার সঙ্গে জড়িত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, সহ-সভাপতি স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আরমান, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান, মন্তোষ পাল, তাফাল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবর মাস্টার, রতনদী তালতলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, যুগান্তর প্রতিনিধি মশিউর রহমান বাবুল, যুগান্তর দক্ষিণ প্রতিনিধি সোহাগ রহমান প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন আল-আকসা মসজিদের ইমাম মাওলানা মো. বাদল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম