![বোতলের ঘরেই স্বপ্নপূরণ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/pic-(2)-67a1d0e5110be.jpg)
বাবার স্বপ্ন ছিল দোতলা ভবন করার, কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তা করতে পারেননি। তবে মানুষের ব্যবহার করা বোতল দিয়ে ঘর তৈরি করছেন দেলোয়ার।
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মিরপুর গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে তিনি।
স্থানীয়রা তার এই কাণ্ড দেখে প্রথমদিকে হাস্যরস করলেও এখন প্রতিদিনই তার তৈরি ঘর দেখতে ছুটে আসছেন মানুষ।
স্থানীয়রা জানায়, অটোরিকশা চালিয়ে সংসার চালান দেলোয়ার। পাশাপাশি শুরু করেছেন ভাঙ্গারি ব্যবসা। ইউটিউবের মাধ্যমে জানতে পারেন বোতল দিয়ে ঘর বানানো যায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে ৪০ হাজার বোতল সংগ্রহ করে ঘর নির্মাণ শুরু করেন।
বর্তমানে ঘরটি দৃশ্যমান হওয়ার পথে। মাটি বালি আর সিমেন্ট মিশিয়ে দুই কক্ষ, একটি রান্নাঘর ও বারান্দা নিয়ে কাজ শুরু দেলোয়ারের। তিনি বলছেন, ঘরটি নির্মাণে খরচ হবে দুই থেকে আড়াই লাখ টাকা।
দেলোয়ার জানান, আমার বাবার স্বপ্ন ছিল একটি দোতলা বাড়ি করার। গরিব হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। আমি বোতল বাবার জন্য একতলা একটি বাড়ি করছি। কিছুদিনের মধ্যে আমার বাড়ির কাজ শেষ হবে।
তিনি বলেন, প্রথমে লোকজন বিষয়টি হাস্যরস করলেও এখন আমার বাড়ি দেখার জন্য দূর থেকেও মানুষ আসছে। সুযোগ এবং সহযোগিতা পেলে এর চেয়ে আরও চমৎকার করে আমি বাড়ি বানাতে পারবো।
স্থানীয় বাবুল পাটওয়ারী বলেন, দেলোয়ারের বোতলের তৈরি ঘর দেখে আমরা অবাক হয়েছি। চমৎকার করে ঘরটি বানিয়েছে সে। কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে।
দেলোয়ারের মা বলেন, ছেলের স্বপ্ন ছিল একটি দোতালা বাড়ি নির্মাণ করবে। সে বোতল দিয়ে বাড়ি তৈরি করছে। এখানেও অনেক টাকা খরচ হচ্ছে। সবার সহযোগিতা পেলে আমার ছেলের স্বপ্ন তাড়াতাড়ি পূরণ হবে।
স্থানীয় পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান বলেন, পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করছে; বিষয়টি শুনে আমার ভালো লাগছে। পরিকল্পনা করে করলে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছি।