
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পিএম
পাথরঘাটায় যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৫ এএম

আরও পড়ুন
পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটা পৌর শহরে র্যালি করা হয়েছে। সোমবার সকাল ১০টায় আনন্দঘন পরিবেশে র্যালি শেষে পাথরঘাটা প্রেসক্লাবে আলোচনা সভা কেক কাটা হয়।
যুগান্তরের পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান, সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন, পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি আমিন সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক সেলিম।