Logo
Logo
×

সারাদেশ

চাঁদা না পেয়ে বাস পোড়ানো সেই যুবদল নেতা বহিষ্কার

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩১ এএম

চাঁদা না পেয়ে বাস পোড়ানো সেই যুবদল নেতা বহিষ্কার

পাবনায় চাঁদা না পেয়ে বাস পুড়িয়ে দেওয়া সেই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিকালে জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা রানুকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।

বহিষ্কৃত রানু বিশ্বাস মালিগাছা ইউনিয়নের রূপুপর গ্রামের রশিদ বিশ্বাসের ছেলে। তিনি মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর এলাকায় একটি বাস পোড়ানোর ঘটনা ঘটে।

অভিযোগ ওঠে, চাঁদা না পেয়ে যুবদল নেতা রানু বিশ্বাস তামিম ট্রাভেলসের ওই বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। বাসটি পাবনা-ঈশ্বরদী রুটে চলাচল করত এবং মাঝে মধ্যে ঈশ্বরদী ইপিজেডের শ্রমিকরাও ওই বাসে যাতায়াত করতেন।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকালের দিকে তামিম ট্রাভেলসের মালিক এনামুল হকের কাছে মালিগাছা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রানু বিশ্বাস মাসিক ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তার বাস চলাচল বন্ধ ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

এরই ধারাবাহিকতায় গত শনিবার ভোর রাত ৩টার দিকে ৩টি মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে শংকরপুর গ্রামে এনামুল হকের বাস আগুন দেয় পুড়িয়ে দেয়। এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরপরই রোববার রাতে তাকে যুবদল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।

পাবনা জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে এবং সত্যতা নিশ্চিত হয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা যাবে তাদের সংগঠনে স্থান দেওয়া হবে না। যুবদলের নাম ভাঙিয়ে অপকর্ম করার কোন সুযোগ নেই।

এদিকে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, যুবদল নেতা রানু বিশ্বাসের নামে গাড়ি পোড়ানোর দায়ে মামলা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম