৯৮ ফুট উঁচু কালী প্রতিমায় পূজা, মহাদেব ১০২ ফুট লম্বা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০ এএম
![৯৮ ফুট উঁচু কালী প্রতিমায় পূজা, মহাদেব ১০২ ফুট লম্বা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/04/Mathbaria-67a116e714901.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৮ ফুট উচ্চতার বড়দা কালী প্রতিমায় পূজা অনুষ্ঠিত হচ্ছে। রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ বিশালাকৃতির কালী প্রতিমার পূজা শেষ হবে মঙ্গলবার।
প্রতিবছরের ন্যায় এবারো এ বিশালাকৃতির প্রতিমা দর্শনে দেশের দূর দূরান্ত হতে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী ভক্ত বৃন্দসহ অন্যান্য ধর্মের অনুসারী মানুষ এ উৎসব স্থলে সমবেত হচ্ছেন। এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলারও পসরা বসছে।
মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী বলেন, ৩৫ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালীপূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৮ ফুটের প্রতিমা নির্মিত হয়। এ ছাড়া ১০২ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে।
কালী পূজার আয়োজক শ্রী নির্মল চাঁদ ঠাকুর বলেন, একবার গায়ে জলবসন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, এত বড় কালী প্রতিমার পূজা মঠবাড়িয়ায় হচ্ছে এটা গর্বের বিষয়। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সবাই যে যার ধর্ম নির্বিঘ্নে পালনে সম্প্রীতির বন্ধনে আমরা বদ্ধপরিকর।