Logo
Logo
×

সারাদেশ

আমতলীতে ভাগ্নের পায়ের রগ কাটলেন মামা

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫ পিএম

আমতলীতে ভাগ্নের পায়ের রগ কাটলেন মামা

বরগুনার আমতলীতে জমি দখল করার উদ্দেশ্যে ঘর তুলতে বাধা দেওয়ায় মামা আমিনুল ইসলাম বেল্লাল ভাগ্নে সুমন চৌকিদারের পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার ছোট ভাই রায়হান ও মেঝ ভাই মাহবুবকে পিটিয়ে গুরুতর জখম করেছে। বড় ভাই রুহুল আমিন এমন অভিযোগ করেছেন।

রোববার গভীর রাতে আমতলী পৌরসভার লোচা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী পৌরসভার লোচা গ্রামে রোববার গভীর রাতে আমিনুল ইসলাম বেল্লাল পৈত্রিক জমিতে বহিরাগত সন্ত্রাসী এনে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে মেঝ ভাই মাহবুব, ছোট ভাই রায়হান ও ভাগ্নে সুমন চৌকিদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেজ ভাই আমিনুল ইসলাম বেল্লালের নির্দেশে সন্ত্রাসীরা তার ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং অপর দুই ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

আহতের মামা রুহুল আমিন বলেন, রোববার দিবাগত রাতে আমার সেজ ভাই বেলাল কাউকে না জানিয়ে জমি দখল করতে বহিরাগত সন্ত্রাসী এতে ঘর তুলছিল। এতে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করছি।

আমিনুল ইসলাম বেল্লালের স্ত্রী শিল্পি বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তারা আমার শ্বশুরের জমিতে তোলা ঘর ভেঙে করে নিয়ে গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, সুমন নামের একজনের পায়ের রগ কাটা অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকেসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম