Logo
Logo
×

সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে ধনী-গবিবের বৈষম্য থাকবে না: খোকন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে ধনী-গবিবের বৈষম্য থাকবে না: খোকন

বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে ধনী-গরিবের বৈষম্য থাকবে না। আওয়ামী লীগের আমলে ধনী আরও ধনী হয়েছে। গরিব আরও গরিব হয়েছে। আওয়ামী লীগ এই বৈষম্য তৈরি করেছে। আগামী দিনে আমাদের দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশ ধনী-গরিবের বৈষম্য থাকবে না। আমরা মানুষের কল্যাণে কাজ করব।

সোমবার বিকালে নরসিংদী শহর বিএনপির উদ্যেগে নরসিংদী পৌরসভায় প্রাঙ্গনে অসহায় ও দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না। তারা হাজার হাজার কোটি টাকা লুট-পাট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। হাজার লাখ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা রয়েছে। ৬ লাখ কোটি টাকা ঋণ খেলাপি রয়েছে। হাজার হাজার কোটি টাকা শেখ হাসিনার ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যরা বিদেশে নিয়ে গেছে। 

জনগণে মৌলিক অধিকার বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। বিএনপি দেশ গড়েছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করেছে। আওয়ামী লীগ অপকর্মের ফলেই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশে মানুষ তাদের আর রাজনীতিতে দেখতে চায় না। তাই বাংলাদেশৈ রাজনীতি করার নৈতিক অধিকার তাদের নেই।

শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাবেক ভাইস চেয়ারম্যান ও সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুবদল নেতা সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম