Logo
Logo
×

সারাদেশ

নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে রমজান মোল্লা নামে একজন নিজের কান কেটে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্বাশুড়ি আসমা বেগম। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বরাশুরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন আসমা।

সংবাদ সম্মেলনে আসমা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য তার মেয়ে মারুফাকে মারধর ও নির্যাতন করতো জামাই রমজান ও তার পরিবারের সদস্যরা। তাদের সংসারে সন্তান হলেও থেমে থাকেনি নির্যাতন। একপর্যায়ে আমার বাড়িতে চলে আসে মারুফা। সেখান থেকে বাচ্চাকে নিয়ে যায় রমজান। পরে পুলিশের মাধ্যমে বাচ্চাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জামাই রমজান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গোপালগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। 

এতে ক্ষিপ্ত হয়ে জামাই রমজান মোল্লা নিজের কান কেটে গোপালগঞ্জ আদালতে আরেকটি পালটা মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় জেল হয় আসমার।  পরে ৩০ জানুয়ারি জামিনে মুক্তি পান তিনি। 

আসমা বলেন, রমজান ১৬ জানুয়ারির পর আমাদের বাড়িতে আসেনি। প্রশাসনের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইলের তালিকা অনুযায়ী সে ওইদিন গোপালগঞ্জে ছিল। নিজের কান কেটে আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে বৃদ্ধ বয়সে জেলে পাঠিয়েছে। 

মারুফার বাবা অসুস্থ; তাই মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্বামীর মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আসমা বেগম। 

সংবাদ সম্মেলনে মারুফা বেগম, চাচি চয়নিকা বেগম, মরিয়ম বেগম ও মোমেনা বেগম এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।  

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম