
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম
দশমিনায় যুগান্তরের রজতজয়ন্তী পালিত

দশমিনা ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৯ পিএম
-67a0b1f5310f5.jpg)
আরও পড়ুন
পাঠক প্রিয় দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে উপজেলা সদরের থানা সড়কের দশমিনা কাসেমূল উলূম নূরানী মাদ্রাসায় এ দোয়া-মোনাজত অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক ও সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় দৈনিক যুগান্তরের প্রকাশক, সম্পাদক ও মফস্বল সম্পাদকসহ পত্রিকার সঙ্গে জড়িতদের সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।
দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, মাদ্রাসার সম্পাদক মাওলানা মো. শামীম হোসেন, কোষাধ্যক্ষ মো. কবির হোসেন জাহিদ, যুগান্তর প্রতিনিধি মো. মামুন তানভীর ও রাকিব হোসাইন এবং সাংবাদিক কেএম সোলায়মান হোসাইন প্রমুখ।
এছাড়াও মাদ্রাসার শিক্ষক মো. মহিউদ্দিন, মো. আনছার উদ্দিন, মো. জাহিদুল ইসলাম ও মো. ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।