Logo
Logo
×

সারাদেশ

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৪ বাংলাদেশি

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৪৩ পিএম

অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ৪ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। রোববার রাতে তাদের আটক করা হয়। তবে আটকের বিষয়টি এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করেনি বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন, রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল (৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২ ), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দুরুল (৩৫) ও উপর দামইল গ্রামের মতিউর রহমানের ছেলে বাবু (৩৫)। তারা সবাই রাখাল বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে সীমান্ত দিয়ে ওই চারজন ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতীয়রা তাদের আটকে ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে সোপর্দ করে । 

আটক মুকুলের শ্বশুর আনারুল বলেন, ওই চারজনকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি। ভারতীয়রা মোবাইল ফোনে কলে আমাদের বিষয়টি জানিয়েছে।

এ বিষয়ে জানতে ১৬ বিজিবির স্থানীয় বিওপি ও ব্যাটালিয়ন সদরে যোগাযোগ করার চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি। তবে ছুটিতে থাকা  ১৬ বিজিবির ডিএডি রুবেল ইসলাম বলেন, ‘তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম