মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, চিকিৎসা নিতে গিয়ে বাসচাপায় গেল প্রাণ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম
![মোটরসাইকেল দুর্ঘটনায় আহত, চিকিৎসা নিতে গিয়ে বাসচাপায় গেল প্রাণ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/03/image-733281-1698376890-67a093f8d1010.jpg)
ঝিনাইদহের মহেশপুরে বাসচাপায় নাজিম উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার খালিশপুর-জীবননগর মহাসড়কের গোয়ালহুদা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামের মিনহাজ উদ্দিনের
ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, খালিশপুর বাজারে
কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নাজিম। পথিমধ্যে সাড়াতলা গ্রামে পৌঁছালে দুর্ঘটনার
শিকার হন তিনি। মোটরসাইকেল থেকে পড়ে হন আহত।
পরে চিকিৎসকের কাছে যেতে ফের মোটরসাইকেলে করে খালিশপুরের দিকে রওনা দেন
নাজিম। মোটরসাইকেলটি গোয়ালহুদা ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস
তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।
ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু বলেন, ‘খবর পেয়ে
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।’