Logo
Logo
×

সারাদেশ

ডাকাতির কবলে পড়া ব্যবসায়ীর মৃত্যু

Icon

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম

ডাকাতির কবলে পড়া ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাত দলের কবলে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতদের মারধরে তিনি মারা গেছেন। রোববার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার ফারদিন-মারদিন হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ীর নাম মো. মহসিন মিয়া (৩৫)। উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের নিশাপট গ্রামের বাসিন্দা তিনি। শায়েস্তাগঞ্জ স্টেশন রোডে একটি দোকান রয়েছে তার।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে সাইকেলযোগে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইলিয়াস মিয়ার সঙ্গে বাড়ি ফিরছিলেন মহসিন। এ সময় তারা খবর পান ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি হচ্ছে। বিষয়টিকে গ্রাহ্য না দিয়ে এগিয়ে যান তারা। একপর্যায়ে তারাও ডাকাত দলের কবলে পড়েন।

ডাকাত দল ইলিয়াসের সাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কৌশলে মহসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে ধাওয়া দেয় ডাকাত দলের সদস্যরা। বিষয়টি বাড়িতে ফোন দিয়ে জানান তিনি।

খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পালিয়ে যায়। কিন্তু মহসিনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত ৪টার দিকে উপজেলা মাঠের কাছে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে। মহসিনকে উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলীপ কান্ত নাথ বলেন, ‘ডাকাতির বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম