![রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/03/jhalokati-66fd773f724b4-67a06b176eb34.jpg)
ঝালকাঠির রাজাপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ওই ব্যক্তিকে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবুল বাসার (৪৫)। পেশায় রাজমিস্ত্রি বাসার সাউথপুর গ্রামের মৃত তানজের আলী হাওলাদারের ছেলে।
নিহতের মামা রেজাউল করিম জানান, সাউথপুর গ্রামের পান্নু খানের সঙ্গে বাসারের বিরোধ চলে আসছিল। এর জেরে পান্নু খানের ছেলে নাজমুল হাসান খান রোববার রাতে বাসারের ওপর হামলা চালায়। এ সময় বাসারকে কুপিয়ে পালিয়ে যায় নাজমুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘কী কারণে রাজমিস্ত্রি আবুল বাসারকে হত্যা করেছে তা বোঝা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’