Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০০ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।  রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সন্ধ্যার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত ১২ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরির বিকন বাতির আলো ও মার্কার পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নৌ দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

বিআইডব্লিউটিসি'র দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে নৌ-চ্যানেলের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে করে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম