Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে প্রভাবশালীদের মার্কেট নির্মাণ

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

নবাবগঞ্জে সরকারি রাস্তা দখল করে প্রভাবশালীদের মার্কেট নির্মাণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারে অবস্থিত চাঁদনীপ্লাজার প্রভাবশালী মালিকরা মার্কেটের সুবিধার্থে সরকারি রাস্তা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন বলে এলাকাবাসী ও বাগমারা বাজার বণিক সমিতি ও ব্যবসায়ীদের অভিযোগ।

সরজমিনে গিয়ে দেখা যায়, কলাকোপা ইউনিয়নের বাগমারা বাজার ও বাহ্রা ইউনিয়নের বড়বলমন্তচর গ্রামের সংযোগের জন্য ইছামতী নদীর ওপর একটি সেতু নির্মিত হয়। সেই সেতুর সংযোগ প্রায় ১০ ফিট রাস্তাটি দখল করে চাঁদনীপ্লাজা মার্কেটের মালিক আলী হোসেন, হাসান আলী, কুতুব উদ্দিন ও শহীদ প্রভাবশালী এই মালিকরা তাদের মার্কেটের সুবিধার্থে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন।

স্থানীয়রা জানান, ইছামতী নদীর ওপরে সেতুটি হওয়ায় এই রাস্তাটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি রাজধানীতে ঢাকা অল্প সময়ে যাতায়াতের জন্য একটি বাইপাস রাস্তা। রাস্তাটি উপজেলার যন্ত্রাইল হয়ে শোল্লা দিয়ে কৈলাইল হয়ে তুলশীখালী সেতু দিয়ে পার্শ্ববর্তী উপজেলা কেরানীগঞ্জ হয়ে শহরের দিকে মানুষ চলাচল করছে। ভবিষ্যতে রাস্তাটি জনসাধারণ ও যানবাহন চলাচলে আরও বেশি ব্যবহার উপযোগী হয়ে পড়বে। এ সংযোগ রাস্তাটি যদি দখল হয়ে যায় তাহলে এই অঞ্চলে যানজট আরও প্রকট আকার ধারণ করবে। প্রশাসনের উচিত রাস্তাটি দখল মুক্ত করা। 

এবিষয়ে বাগমারা বাজার বণিক সমিতি সভাপতি সাদ্দাম হোসেন বলেন, মার্কেটের ভেতরে উপরে ওঠার সঁিড়ি থাকা সত্ত্বেও চাঁদনীপ্লাজার মালিকরা মার্কেটের সুবিধার্থে সরকারি রাস্তা দখল করে দ্বিতীয়তলার নির্মাণ কাজ করছেন যা ভষ্যিতের জন্য ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়। মার্কেটের পূর্বপাশে ইছামতী নদী থেকে মাটি খনন করে মার্কেট ভাঙন রক্ষায় ভরাট করছেন। এমনভাবে মাটি খনন করছেন পাশেই সেতুর পিলার থেকে মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিতে পড়তে পারে।

বণিক সমিতির নেতারা আরও অভিযোগ করেন, বাগমারা বাজারে ব্যবসায়ীদের মালামাল উঠা-নামা করার জন্য নদীতে একটি সিঁড়ি নির্মাণ করা হয়। সেই সিঁড়ি ধ্বংসের উদ্দেশ্যে নিচের অংশ থেকে মাটি খনন করে মার্কেটের মালিকরা।

চাঁদনীপ্লাজার মালিক আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন বলেন, আমরা কোন সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণ করছি না।

এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দিলরুবা ইসলাম বলেন, সরেজমিনে তদন্ত করে সরকারি রাস্তা দখল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম