Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হঠাৎ বেজে উঠল স্বৈরাচারের স্লোগান

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম

বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হঠাৎ বেজে উঠল স্বৈরাচারের স্লোগান

ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানের সঙ্গে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের একটি ভিডিও ফাঁস হয়েছে। শনিবার ২০ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। উদ্ভূত পরিস্থিতিতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

২৬ জানুয়ারি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর মাইকে বাজছে ‘কোটি মানুষের একটাই ডিসিশন- জিতবে নৌকা নাই কোনো  টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।’

প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে, এটি ওই অনুষ্ঠানের জন্য ধারণ করা একটি মুহূর্তের অংশ বিশেষ। ঘটনার পাঁচ দিন পরে আল আমীন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি ফেসবুকে পোস্ট করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি।

এ ব্যাপারে জানতে আল আমীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তার ম্যাসেঞ্জারে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম বলেন, ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল। এ সময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎ ওই গানটি মাইকে বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক গানটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি অসাবধানতাবশত হয়ে  গেছে। এটা ইচ্ছাকৃত নয়।

তদন্ত কমিটি : এ ঘটনা তদন্তে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববারের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম