Logo
Logo
×

সারাদেশ

যুগান্তরের রজতজয়ন্তীতে গৌরীপুর স্বজনের ২৫ দিনব্যাপী কর্মসূচি

নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ পিএম

নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন

দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষে ২৫ দিনব্যাপী কর্মসূচি পালন করছে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ।

রোববার দেশের শীর্ষ শিল্প-প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ২৫ দিনব্যাপী কর্মসূচি শুরু করেন স্বজনরা।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে হাতেম আলী সড়কের স্বজন সমাবেশ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, উপজেলা স্বজন সমাবেশের সহ-সভাপতি শামীমা খানম মিনা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক মো. রমজানুর আহম্মেদ নাজিম, মো. রাজিবুল হাসান, স্বজন তাসাদদুল করিম, মো. লাখ মিয়া, মো. মাহাবুব আহমেদ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি প্রমুখ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম