পিঁড়ির আঘাতে যুবককে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম

পিঁড়ির আঘাতে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়িকে আটক করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ। রোববার বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর মিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম (৫০) পার্শ্ববর্তী দোহার উপজেলার কাটাখালীর নিয়ামত সুকানীর ছেলে। তিনি নবাবগঞ্জ শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকালে সালামের স্ত্রী সানজিদা আক্তার ওরফে ও জোসনার সঙ্গে ছেলেকে স্কুলে নেওয়ার বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের (স্বামী-স্ত্রীর) মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় স্বামী সালাম তার স্ত্রীকে চুল ধরে মারতে গেলে স্ত্রী জোসনা আক্তার একটি কাঠের পিঁড়ি দিয়ে স্বামীকে মাথায় আঘাত করেন। সালাম অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।
এ সময় স্ত্রী জোসনা ও প্রতিবেশী মিনহাজ এবং রাতুল মুমূর্ষু সালামকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুস সালামকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। হত্যায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী সানজিদা আক্তার ওরফে জোসনা (৩২) ও শাশুড়ি রওশনারা বেগমকে (৬০) আটক করে পুলিশ।
গালিমপুর তদন্ত কেন্দ্রের উপপরির্দশক (এসআই) ফয়সাল হাসান বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করার সময় মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
থানায় আটক জোসনা বলেন, তিনি পিঁড়ি দিয়ে তার স্বামীকে আঘাত করেননি। তবে পিড়ি নিয়ে স্বামীকে আঘাত করতে উদ্যত হলে তার মা বাধা দেন।
এ বিষয়ে দোহার সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে ধারণা হচ্ছে। সোমবার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।