Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

Icon

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম

আ.লীগ নেত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের দুইবারের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক (প্রস্তাবিত) আজিদা পারভীন পাখিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

রোববার বেলা সাড়ে ১১টায় জেলা পাবনার চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ আদেশ দেন। 

মামলা সূত্রে জানা যায়, আজিদা পারভিন পাখিকে গত ২৪ জানুয়ারি দিবাগত রাত ১১টার দিকে তার নিজ বাসভবন থেকে আটক করে থানা পুলিশ ও ডিবি পুলিশের ১৫ জনের একটি দল। পরে তাকে চাটমোহর থানার হান্ডিয়ালে দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা আদালতে পাঠানো হয়।

গত বছরের ৮ অক্টোবর চাটমোহরের হান্ডিয়ালে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তি চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে ১ জন পুলিশের হাতে আটক ও ১ জন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ হয়ে জেলহাজতে রয়েছেন।

মামলায় পুলিশ পাখিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ বলেন, এ মামলার কোনো সত্যতা নেই। শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে হেনস্তা করতে এ মামলা করা হয়েছে। এ মামলার এজহারভুক্ত মাত্র একজন আসামিকে পুলিশ আটক করতে পেরেছে। আটকের পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখাচ্ছে পুলিশ।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম