মেডিকেলে চান্স পাওয়া বৈশাখীর পাশে দাঁড়াল বিএনপি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম
![মেডিকেলে চান্স পাওয়া বৈশাখীর পাশে দাঁড়াল বিএনপি](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/Bagha-679f8856c54c4.jpg)
রাজশাহীর বাঘা পৌরসভার চকনারায়ণপুর গ্রামের দিনমুজুর আজবাহার আলীর মেয়ে বৈশাখী আক্তার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গত শনিবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও নির্বাহী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে বৈশাখীর বাড়িতে উপস্থিত হয়ে মেডিকেলে পড়ার বই-সামগ্রী ও নগদ অর্থ সহায়তা করেন।
চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রংপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন বৈশাখী আক্তার।
বৈশাখী আক্তারকে এর আগে ৩০ জানুয়ারি বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার অফিসে ডেকে আর্থিক সহায়তা প্রদান করেন।