ময়মনসিংহে ছাত্রলীগ-আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
ময়মনসিংহে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার আখতার উল আলম। তিনি জানান, এদের বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, ভাঙচুর ও হত্যা মামলায় আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আজিজুল হাকিম, ফুলবাড়িয়া রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ত্রিশাল বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাদিমুল হক, ভালুকা উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান রাব্বী, গফরগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা আসীম ঢালী, গফরগাঁও পাগলা থানা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, তারাকান্দা বালিখা ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমান, হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম রোমান, হালুয়াঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও হালুয়াঘাট আমতৈল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাসুদ রানা।