সম্রাট হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০১ পিএম
গাজীপুর মহানগরীতে সোলেমান হোসেন সম্রাট (১৭) হত্যা মামলায় আমির আলী (৪৫) ও স্বপ্না খাতুন (৩৩) নামে সন্দেহভাজন দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গ্রেফতার করা হয় তাদের।বিষয়টি নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন।
নিহত সম্রাট পূবাইল এলাকার জাকির হোসেন এর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতি হারবাইদ নন্দীবাড়ি এলাকা থেকে সম্রাট হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন আসামি আমির আলীকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে স্বপ্নাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্রাট আব্দুল্লাহপুরের একটি দোকানে অনলাইনের কাজ করতেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফোনে কথা বলার জন্য বাসা থেকে বের হন। এরপর আর বাসায় ফিরে আসেননি। পরদিন বেলা ১১টার মধ্যে যে কোন সময় তাকে হত্যা করে লাশ সাতপোয়ায় রেললাইনের উত্তরপাশে সুলতানের মাছ চাষের ডোবায় ফেলে রেখে পালিয়ে যায় অজ্ঞাতনামারা।
পূবাইল থানা পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।