Logo
Logo
×

সারাদেশ

সেচ পাম্প চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ পিএম

সেচ পাম্প চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

যশোরের অভয়নগরে মৎস্য ঘেরে বিদ্যুৎচালিত সেচ পাম্প চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজল সরকার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজল সরকার ওই গ্রামের রকেট সরকারের ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার সকালে সুজল সরকার তাদের নিজস্ব মৎস্য ঘেরে পানি দিতে গিয়েছিলেন। সেখানে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা মাটিতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সুজলকে। 

প্রত্যক্ষদর্শী রাজাপুর গ্রামের বাসিন্দা অনিক রায় জানান, মৎস্য ঘেরে কাজ করতে গেলে সুজলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। আমার ডাকে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সুজলের মৃত্যু হয়েছে। 

অভয়নগর থানার ওসি মো. এমাদুল করিম বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহের সুরতহাল করেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম