নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর লাশ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম
![নিখোঁজের দুদিন পর পুকুরে মিলল শিশুর লাশ](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/naf-(7)-679f6785ef2b4.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর পুকুর থেকে মো. তানজিম মিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
শিশু তানজিম মিয়া ওই গ্রামের প্রবাসী মো. আবু তাহেরের ও গৃহিনী তাছলিমা আক্তারের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে তানজিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির আশেপাশে ও আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি। পরে এলাকায় মাইকিং করেও কোনো খোঁজ মেলেনি।
এদিকে নিখোঁজের ঘটনায় তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া শনিবার (১ ফেব্রুয়ারি) কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোববার দুপুরে গ্রামের লোকজন বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখেন। পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ।
কসবা থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, শিশুটির নিখোঁজের বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছিল। রোববার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃত্যু কীভাবে হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর বের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।