বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ৩
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম
![বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের, আহত ৩](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/naf-(5)-679f46a85255f.jpg)
লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর নলকূপ স্থাপনের সময় লোহার পাইপ বিদ্যুতের তারে লেগে ৪ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এতে নাঈম (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ভোলা সদর উপজেলার ৬নং বনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের নূর নবীর ছেলে। আহতরা হলেন রাফি, আকবর ও রায়হান। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধী আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠান বাড়ির প্রবাসী মোরশেদ আলমের বাড়িতে গভীর নলকুপ স্থাপনের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় লোহার একটি পাইপ বিদ্যুতের তারে গিয়ে পড়লে ৪ জন স্পৃষ্ট হয়। এতে শ্রমিক নাঈমের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
রামগঞ্জ থানার ওসি আবুল বাশার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।