Logo
Logo
×

সারাদেশ

প্রেমিককে নিয়ে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী

Icon

গোমস্তাপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩০ পিএম

প্রেমিককে নিয়ে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সান মোহাম্মদ সনুর নামে এক প্রবাসীর স্ত্রী টুশি বেগম (২৪) ও তার প্রেমিক রাকিবের (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় এ ঘটনা ঘটে। 

নিহত টুশি আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী ও দুই সন্তানের জননী এবং রাকিব শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, টুশি তার প্রেমিক রাকিবকে নিয়ে শনিবার রাতে গোপনে শ্বশুর বাড়িতে রাত্রিযাপন করেন। বিষয়টি শ্বশুর বাড়ির লোকজন টের পেয়ে যান। এদিকে লোকলজ্জার ভয়ে ঘরের দরজা বন্ধ করে, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন টুশি ও রাকিব। পরে শ্বশুর বাড়ির লোকজন খবর দিলে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।  

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান, রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম