১ লাখ টাকায় বাঁচতে পারে নিষ্পাপ শিশুর প্রাণ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম
খেতে পারছে না বুকের দুধ। বাড়ছে না ওজন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে অনেক। কান্না করলে শরীরের রঙ হচ্ছে কালো বর্ণের। এমনই করুণ অবস্থায় দিন পার করছে আড়াই মাস বয়সি শিশু আবু বকর। রক্তনালী শুকিয়ে হার্টের সঞ্চালন বন্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাঁড়োরা গ্রামের হাবিবুর রহমান-জেসমিন খাতুন দম্পতির ছোট ছেলে আবু বকর।
চিকিৎসক বলেছেন, দ্রুত অপারেশন করতে হবে, নইলে বাঁচবে না ছোট্ট আবু বকর।
এ জন্য প্রয়োজন লাখ টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে সম্ভব হচ্ছে না সন্তানের চিকিৎসা
করানোর।
পরিবার সূত্রে জানা যায়, আড়াই মাস আগে জন্ম নেয় আবু বকর। জন্মের কয়েকদিন
পর শ্বাসকষ্ট দেখা দেয় তার। শরীরের রঙ কালো হতে থাকে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে
গেলে প্রথমে ঠাণ্ডার চিকিৎসা দেওয়া হয়। কিন্তু রোগ না সারায় পাবনায় নিয়ে যাওয়া হয় আবু
বকরকে। সেখানে রক্তনালীর সমস্যা ধরা পড়ে তার। পরবর্তীতে ধার-দেনা করে ছেলেকে নিয়ে ঢাকা
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেন দিনমজুর হাবিব। সেখানে নানা পরীক্ষার পর আবু বকরের হার্টের
রক্তনালী শুকিয়ে গেছে বলে চিকিৎসক জানান।
আবু বকরের দ্রুত অপারেশন করাতে বলেন চিকিৎসক। এর জন্য প্রয়োজন এক লাখ
টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব হয়নি। তাই আবু বকরকে ফিরিয়ে
আনেন বাড়িতে। এখন বিনা চিকিৎসায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আড়াই মাসের এ শিশু।
ছেলের চিকিৎসা খরচ যোগাতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় মা-বাবা। কিন্তু
কোথাও পাচ্ছেন না আর্থিক সহযোগিতা। কান্নাজড়িত কণ্ঠে মা জেসমিন খাতুন বলেন, ‘চিকিৎসক
বলেছে অপারেশন না করালে মারা যাবে আমার আবু বকর। আমি তো মা। কোনো মা ছেলের এমন করুণ
পরিণতি মেনে নিতে পারে না। সন্তানের কষ্ট সহ্য করতে পারছি না। সমাজের মানবিক মানুষও
বিত্তাশালীদের প্রতি অনুরোধ, আপনারা এগিয়ে আসুন। আমার ছেলেকে বাঁচান।’
শিশুটির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীকে
জানালে তিনি বলেন, খোঁজ নিয়ে উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে সহযোগিতা দেওয়ার ব্যবস্থা
করা হবে। তবে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আবু বকরের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই দুই নাম্বারে- ০১৮৮৭-৭৫০১০৫,
০১৭৯৯-৭৪৯৭৪২।