কাভার্ড ভ্যান চাপায় নিহত স্বামী, আহত স্ত্রী ও সন্তানেরা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪ পিএম
![কাভার্ড ভ্যান চাপায় নিহত স্বামী, আহত স্ত্রী ও সন্তানেরা](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/image-733281-1698376890-679f169c428fc.jpg)
ফেনীর সোনাগাজীতে ক্যাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ নিহতের স্ত্রী ও দুই সন্তান। তাদের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
রোববার সকাল ৭টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের লক্ষীপুর রাস্তার মাথায় এ
দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন। পেশায় ব্যবসায়ী নিজাম সোনাগাজীর দক্ষিণ
মঙ্গলকান্দি গ্রামের নুরুল হকের ছেলে। আহতেরা
হলেন, নিজামের স্ত্রী দিলারা বেগম নার্গিস, মেয়ে নিঝুম আক্তার ও ছেলে আবির হোসেন। অপর
আহত অটোরিকশা চালকের পরিচয় নিশ্চিত করা যায়নি।
জানা গেছে, সকালে অটোরিকশা করে ফেনীর দিকে যাচ্ছিলেন নিজামের পরিবার।
অটোরিকশাটি সোনাগাজী-ফেনী সড়কের লক্ষীপুর রাস্তার মাথায় এলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান
তাদের চাপ দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের
উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নিজামকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, ‘ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশা
জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যান চালক পলাতক রয়েছে।’