১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১ এএম
![১০ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/02/RAJBARI-679f07eb4d6e7.jpg)
ঘন কুয়াশার কারণে সাড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৯টার দিকে নদীতে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট
কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে
ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে রোববার সকাল ৯টার দিকে কুয়াশার পরিমাণ
কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে ফেরি চলাচল বন্ধ থাকার জেরে ঘাটের দুপাশেই
যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।
যশোর থেকে ছেড়ে আসা ঢাকামুখী ট্রাক চালক সুমন সেখ বলেন, রাত থেকে ঘাটে
বসে আছি। ফেরি চলাচল শুরু হলেও এখনও ওই পাড়ে (অপর পাড়) যেতে পারিনি।