Logo
Logo
×

সারাদেশ

দেয়াল ভেঙে মেম্বারের ৩ গরু লুট

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫০ এএম

দেয়াল ভেঙে মেম্বারের ৩ গরু লুট

লক্ষ্মীপুরের রায়পুরে গোয়ালঘরের দেয়াল ভেঙে তিনটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ছালেহ আহমেদ লিটনের চরপাতা গ্রামের বাড়িতে শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মেম্বারের দাবি, ওই গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা।

ছালেহ আহমেদ লিটন জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরের দরজায় তালা দেওয়া ছিল। শনিবার গভীর রাতে দেয়াল ভেঙে তার তিনটি গরু নিয়ে যায় অজ্ঞাতরা। এর মধ্যে একটি গরু দিনে ৮ থেকে ১০ কেজি দুধ দিত। বিষয়টি  বুঝতে পেরে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে, মেম্বারের গরু লুটের ঘটনায় রোববার সকালে ঘটনাস্থলে যান চরপাতা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ। এছাড়া রাতেই রায়পুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

সুলতান মামুনুর রশিদ বলেন,আমাদের আশপাশের এলাকায় এ ধরণের ঘটনা আগে ঘটেনি। গরুর মালিকদের আরও সচেতন হতে হবে। আশা করি গরুগুলো উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। হয়তো টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম