Logo
Logo
×

সারাদেশ

মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

Icon

যুগান্তর প্রতিবেদক, ভোলা

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ এএম

মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবৃদ্ধ হয়ে মো. হাসান (৩০) নামে একজন জেলে নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীর ইলিশা ভাংতির খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা। 

এ সময় জলদস্যুদের গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামের আরও তিনজন জেলে আহত হয়েছে। আহতদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আব্বাস মাঝি অপর জেলেদের নিয়ে নদীতে জাল ফেলছিলেন। এ সময় অপর একটি ট্রলারের লোকজন জেলেদেরকে ডাকতে থাকে। জেলেরা ওই ডাকে সাড়া না দেওয়ায় কাছে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে হাসান নিহত হন। আব্বাসসহ অপর তিন জেলে আহত হয়। 

পরে আহতদের চিৎকারে পার্শ্ববর্তী জেলেরা এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

আহত ও নিহত জেলের বাড়ি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে। খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ, ইলিশা নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।

এ তথ্য নিশ্চিত করে ভোলার ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, মেঘনায় জেলে ট্রলারে ডাকাতদের হামলায় গুলিবিদ্ধ হয়ে এক জেলে ঘটনাস্থলেই নিহত হয়েছে। তিন জেলে আহত হয়েছে। এ ঘটনায় সদর থানা পুলিশের একটি টিম ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে আরো একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়াও আহত জেলেদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম