দোহার-নবাবগঞ্জে বিশ্ব হিজাব দিবস পালিত
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫০ এএম
প্রতীকী ছবি
বিশ্বব্যাপী হিজাব পরিধানকারী নারীদের প্রতি সম্মান প্রদর্শন তাদের হিজাব পরার অধিকার প্রতিষ্ঠা হিজাবের প্রতি নেতিবাচক মনোভাব দূর করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার দোহার-নবাবগঞ্জে পৃথকভাবে বিশ্ব হিজাব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় দোহারের জয়পাড়া কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিন বিকাল তিনটায় নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা করা হয়। পৃথক পৃথকভাবে অনুষ্ঠান দুটির আয়োজন করেন দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হিজাব হলো মুসলিম নারীদের সৌন্দর্য। হিজাব বাংলাদেশের নারীদের স্বাধীনতা, ঐক্য ও মর্যাদার প্রতীক ধর্ম, বর্ণ, শ্রেণিসব পেশার নারীরাই হিজাব পরিধান করতে ভালোবাসেন। কিন্তু আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে হিজাব বিরোধিতার ঘটনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, নবাবগঞ্জের সোনাহাজরা মফিজিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আয়েশা সিদ্দিকা। উপস্থিত ছিলেন দোহার-নবাবগঞ্জ নারী কল্যাণ সমিতি সভাপতি মাসুমা বিল্লা, সম্পাদক অনিকা ইয়াসমিন, বিশেষ অতিথি নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বিয়াম ল্যাবরেটরি স্কুলের সাবেক প্রিন্সিপাল নারী নেত্রী বিলকিস চৌধুরী, সুমাইয়া ইসলাম নিলা প্রমুখ।