Logo
Logo
×

সারাদেশ

যুবদল নেতার লাশ নিয়ে বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

যুবদল নেতার লাশ নিয়ে বিচারের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবী ইউনিয়ন যুবদলের আহবায়ক তৌহিদুর রহমানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

শনিবার দুপুরে নিহত তৌহিদুর রহমানের বাড়ি থেকে অ্যাম্বুলেন্সযোগে লাশ কুমিল্লা প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হয়। এ সময় ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করা হয়। এ ঘটনায় আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে ঘটনার সুষ্ঠু তদন্তের কথা বলা হয়েছে। 

বিচার দাবিতে বক্তব্য রাখেন- নিহত যুবদল নেতা তৌহিদুল ইসলামের স্ত্রী ইয়াসমিন নাহার। তিনি বলেন, আমার স্বামী কোন সন্ত্রাসী ছিল না। তাকে কেন এভাবে মারা হলো। আমি ৪ সন্তান নিয়ে বিধবা হলাম। আরও বক্তব্য রাখেন তৌহিদুরের সাথে আটক হওয়া প্রতিবেশী লুৎফুর রহমান।

তিনি বলেন, তৌহিদকে এমনভাবে নির্যাতন করা হয়েছে সে উঠে দাঁড়াতে পারেনি। মানবন্ধনে তৌহিদুলের ভাগ্নি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর মাহবুবা উদ্দিন বলেন, ‘ঘটনার শুরু থেকে এ পর্যন্ত দফায় দফায় আমরা কুমিল্লা সেনানিবাসের সিনিয়র কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িতদের সেনা আইনে বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা যদি ন্যায়বিচার না পাই তাহলে বিধি অনুসারে আইনগত পদক্ষেপ নেব।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব রাশেদুল হাসান বলেন, ঘটনার পর থেকে আমরা এ বিষয়ে অনেকের সাথে কথা বলেছি, সেনাবাহিনী জুলাই আগষ্ট আন্দোলনে জনতার সাথে মধুর সম্পর্ক রেখে দেশের জন্য কাজ করেছে। এভাবে কোন নিরপরাধ ব্যক্তির মৃত্যু আমাদের কষ্ট দেয়। আশা করি ওই ব্যক্তির পরিবার এর বিচার পাবে।  

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে গোমতী বেড়িবাঁধ থেকে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম