আশুলিয়ায় আন্দোলনে নিহত ৩ জনের লাশ উত্তোলন
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০ পিএম
আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ৩ জনের পরিচয় শনাক্তে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে লাশ তোলা হয়েছে। সেই সময় গুলিতে নিহতরা হলেন- জাহিদুল ইসলাম সাগর, আস সাবুর ও আবুল হোসেন।
শনিবার দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার ও নিহতদের স্বজনদের উপস্থিতে লাশ তোলা হয়।
পুলিশ জানায়, ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই বেশ কয়েকজনের লাশ দাফন করা হয়েছে। এদের মধ্যে অনেকের স্বজনরা থানায় ও আদালতে হত্যা মামলা করেছেন। ফলে ওই সব মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশগুলো কবর থেকে তোলা হচ্ছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট থানার পুলিশ।