যুবদল নেতার বাধায় ৭২ ঘণ্টা পর লাশ দাফন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪০ পিএম
![যুবদল নেতার বাধায় ৭২ ঘণ্টা পর লাশ দাফন](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/01/Death-670bb6a632b51-679e4e9a285da.jpg)
পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতার বাধার কারণে নির্ধারিত কবরস্থানে এক নারীর লাশ দাফন করা সম্ভব হয়নি। প্রায় ২০ ঘণ্টা পর অন্য জায়গায় লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ওই যুবদল নেতার নাম মো. আহাদুল ইসলাম ওরফে টিপু খান (৪৮)। তিনি উপজেলার মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও নিহত পরিবারের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদনপুরা গ্রামের চৌকিদার পরিবার ও খান পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার দুপুর ২টার দিকে মো. মতলেব চৌকিদারের স্ত্রী মোসা. রাশেদা বেগম (৬০) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাকে মতলেব চৌকিদারের বড় ভাই ও ভাবির কবরের পাশে দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন নিহতের স্বজনরা।
খবর পেয়ে যুবদল নেতা টিপু খান লোকজন নিয়ে তাতে বাধা দেন। নিরুপায় হয়ে মৃত নারীর স্বজনরা বাউফল থানায় যান। সেখানেও কোনো সুরাহা হয়নি। পরে শনিবার সকাল ৯টার দিকে মৃত ওই নারীর এক স্বজন আবদুল মতলেব গাজীর জায়গায় লাশ দাফন করা হয়।
মারা যাওয়া নারীর একমাত্র ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫) অভিযোগ করেছেন, তাদের পরিবারের সবার সিদ্ধান্ত ছিল পারিবারিক কবরস্থানে চাচা ও চাচির কবরের পাশে মায়ের লাশ দাফন করা হবে; কিন্তু যুবদল নেতা টিপু খানের কারণে তা সম্ভব হয়নি।
এ বিষয়ে যুবদল নেতা মো. আহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন, যেখানে কবর দিতে চেয়েছিলেন, সেই জমি নিয়ে আদালতে মামলা চলমান। কোনো বাধা দেইনি, মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে কোনো কার্যক্রম না করার জন্য বলেছি।